Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোমবাতি জ্বালিয়ে আবরারকে স্মরণ বুয়েট শিক্ষার্থীদের


৯ অক্টোবর ২০১৯ ২০:৪২ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ২২:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে একটি মৌন মিছিল করেছে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের জানানো হবে।

বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মোমবাতি হাতে নিয়ে  মৌন মিছিল শুরু করে বুয়েটের কয়েক শ’ শিক্ষার্থী। মিছিলটি বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে এসে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি রেখে নিহত আবরার ফাহাদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা।

নীরবতা পালনের পর আজকের মতো কর্মসূচি সমাপ্ত করেছেন শিক্ষার্থীরা। তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আগামীকাল গণমাধ্যম কর্মীদের জানানো হবে। তবে তাদের ১০ দাবিতে তারা বহাল রয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী।

এর আগে সকালে একটি মৌন মিছিল করেন শিক্ষার্থীরা।‌ মিছিল শেষে ১০ দফা দাবি জানান তারা। এসব দাবিতে শহীদ মিনারের সামনে গোলচত্বরে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আবরার ফাহাদ বুয়েটছাত্র আবরার মোমবাতি প্রজ্বলন

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর