ঢাবিতে প্রথম বর্ষ থেকে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ
৯ অক্টোবর ২০১৯ ২৩:৪০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় হলের আবাসিক পরিবেশ ঠিক রাখার জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম বর্ষ থেকেই মেধার ভিত্তিতে সিট বরাদ্দও রয়েছে সে সিদ্ধান্তের তালিকায়।
বুধবার (৯ অক্টোবর) রাতে ঢাবি’র উপাচার্য ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়েছে, ঢাবিতে প্রথম বর্ষ থেকেই মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে শিক্ষার্থীদের এবং মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। এছাড়া হলে মাদকসেবী ও অস্ত্রধারী দেখলেই যেন শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে খবর দেয়, সেই আহ্বানও জানানো হয়েছে।
বৈঠক শেষে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, এসব পদক্ষেপ সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তাদের হল ছাড়তে হবে। শিগগিরই হল প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেবে। প্রথম বর্ষ থেকে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী হল প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে ও অবস্থান করতে পারবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হলের যেসব রুমে বেশিসংখ্যক শিক্ষার্থী অবস্থান করে, সেখানে বাংক বেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে ঢাবি ক্যাম্পাসে বা হলগুলোতে কোনো মাদকসেবী, মাদক কারবারি, মাদকাসক্ত ও সন্ত্রাসীর অবস্থানের সুর্নিদিষ্ট তথ্য জানা থাকলে তা অনতিবিলম্বে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করতে শিক্ষার্থীদের ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা এরই মধ্যে রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রয়োজনে কেন্দ্রীয় লাইব্রেরি এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরির সময়সীমাও বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সভায় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন এবং এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা মেধার ভিত্তিতে আসন বরাদ্দ হলের আবাসিক পরিবেশ