Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্টের সমাবেশ


১০ অক্টোবর ২০১৯ ১৪:২১

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, ৩০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের আগে এই দুইমাস বিভাগীয় শহরে ঐক্যফ্রন্ট সমাবেশ করবে।

এছাড়া ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করবে ঐক্যফ্রন্ট। আলোচনা সভা শেষে আবরার হত্যাকাণ্ডসহ অন্যান্য হত্যাকাণ্ডের প্রতিবাদে শোকর‌্যালি করা হবে। র‌্যালিটি প্রেস ক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাবে। শোক র‌্যালিতে পুলিশ বাধা দলে ঐক্যফ্রন্ট পৃথক কর্মসূচি ঘোষণা করবে।

বৈঠক শেষে ব্রিফিং করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ব্রিফিংয়ে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশ যে চুক্তি করেছে তাতে বাংলাদেশের স্বার্থরক্ষা হবে না। তাই এই চুক্তিগুলো অবিলম্বে বাতিল করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবসহ অন্যান্য নেতারা।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি দলীয় কোনো কর্মসূচি দিলে তাতে ঐক্যফ্রন্ট সমর্থন জানাবে না। ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি কোনো কর্মসূচি পালন করলে তাতে সমর্থন থাকবে।

জাতীয় ঐক্যফ্রন্ট ড. কামাল হোসেন ঢাকায় সমাবেশ সমাবেশ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর