সম্রাটের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: মেডিকেল বোর্ড
১০ অক্টোবর ২০১৯ ১৫:৪২
ঢাকা: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট-এর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তবে কারাগারে নেওয়ার মত শারীরিক অবস্থা নিশ্চিত হতে আরও একদিন সময় লাগবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সম্রাট এর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. সমীর কুমার কুন্ডু সারাবাংলাকে এ তথ্য জানান।
ডা. সমীর কুমার কুন্ডু বলেন, সম্রাট এর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে গতকালের চেয়েও আজকে তার অবস্থা অনেকটা ভালো। এখনো অনেকগুলি পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে তাকে কারাগারে ব্যবহার করা হবে কি না। তবে এজন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এখনও বলা যাচ্ছে না, তার শারীরিক অবস্থা কতটুকু ফিট কারাগারে নেওয়ার জন্য।
তিনি আরও বলেন, গতকাল বলা হয়েছিল ২৪ ঘণ্টা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সে হিসাবে তিনি এখনও পর্যবেক্ষণে রয়েছেন।