Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে ও ওলগা তোকারচুক


১০ অক্টোবর ২০১৯ ১৭:০৯ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৮:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। পোল্যান্ডের সাহিত্যিক ওলগা তোকারচুক পেয়েছেন ২০১৮ সালের নোবেল পুরস্কার। এবং ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার হ্যান্ডকে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দ্য সুইডিশ একাডেমি চলতি ২০১৯ এবং ২০১৮ সালের জন্য সাহিত্যে নোবেল ঘোষণা করে।

১৫ তম নারী হিসেবে নোবেল জিতলেন পোলিশ লেখিকা ওলগা। ৫৭ বছর বয়েসি এই লেখিকা আন্তর্জাতিক অঙ্গণে খুব একটা অপরিচিত নন। ২০১৮ সালে ‘ফ্লাইটস’ উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার পান তিনি।

অন্যদিকে ২০১৯ সালের নোবেল বিজয়ী পিটার হ্যান্ডকের বয়স ৭৭ বছর। ঔপন্যাসিক ও অনুবাদক হিসেবে খ্যাতিমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যৌন হয়রানির কেলেঙ্কারীর কারণে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছিল। এবার ২০১৮ এবং চলতি বছরের পুরস্কার একসঙ্গে ঘোষণা করা হল।

 

টপ নিউজ নোবেল সাহিত্য সুইডিশ একাডেমি