Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নুরুর পাগলামির জবাব আমরা দেব’


১০ অক্টোবর ২০১৯ ২২:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ে ডাকসু ভিপি নুরুল হক নুরুর মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির নেতারা। তারা বলেছেন, নুরু মিডিয়াকে নিয়ে রাজনীতি করছে। তার পাগলামির জবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দেবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি ও সমাবেশ থেকে চবি ছাত্রলীগের নেতারা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এই শোক র‌্যালি শুরু হয়। পরে শহীদ মিনারে সমাবেশ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ডাকসু ভিপি নুরকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে বলেন দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী সংগঠন। আপনার পাগলামির জবাব আমরা দেব। আপনি মিডিয়াকে নিয়ে রাজনীতি করছেন। আমরা বলি- আপনি ঢাবিতে আছেন, ঢাবিতে থাকেন। চবি ছাত্রলীগ নিয়ে মাথা ঘামাবেন না। নইলে আপনার অনেক কিছুই থাকবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আবরার আমাদের সবার ভাই। আমাদের শরীরে যে রক্ত আছে তা আবরারের শরীরেও প্রবাহিত হচ্ছে। যারা আবরারকে হত্যা করেছে তারা কোনো দেশের নয়, দলের নয়, গোষ্ঠীর নয়। তারা শুধুমাত্রই খুনি। প্রধানমন্ত্রী এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন। দেশরত্ন শেখ হাসিনা থেকে অলিগলির ছাত্রলীগ সবাই চায় দ্রুত যেন আবরার হত্যার হয়। যে দেশ শেখ হাসিনার, সেখানে কোন অন্যায় কর্মকাণ্ড চলতে পারে না। যেকোনো অপকর্মের বিচার বাংলাদেশে হচ্ছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে।‘

‘আমরা ভাই হত্যার বিচার চাই। তবে জামাত- শিবির, বিএনপির কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ আমরা দেব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ সুযোগ নিতে চাইলে আমরা কোনো সুযোগ দেব না। এই বিশ্ববিদ্যালয়ে কোনো নৈরাজ্য হতে দেওয়া হবে না’ বলেন রুবেল।

সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত অমানবিক ও ঘৃণিত। যারা নৃশংসভাবে এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই। ছাত্রলীগের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে জড়িত থাকে তার দায়ভার ছাত্রলীগ নেবে না। আবরার হত্যায় প্রগতিশীল সকল সংগঠন যে প্রতিবাদ জানিয়েছে তার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি।’

তিনি আরও বলেন, ‘মৌলবাদী গোষ্ঠী এ ঘটনায় দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে চবি ছাত্রলীগ কঠোর হস্তে দমন করবে।’

ডাকসু ভিপি নুরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পাগলা নুরুর নৈতিক স্খলন ঘটেছে। তার কাজ হচ্ছে ছাত্রলীগ নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করা।’

চবি ডাকসু নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর