মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলন শনিবার
১১ অক্টোবর ২০১৯ ০০:২৬
ঢাকা: প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলন। আগামী শনিবার (১২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি রওশন জাহান সাথি ও সাধারণ সম্পাদক বেগম শামসুন্নাহারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টায় শুরু হবে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপও মহিলা শ্রমিক লীগের সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১২ অক্টোবর মহিলা শ্রমিক লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জানা যায়, মহিলা শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। তবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মহিলা শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির মেয়াদ তিন বছর। সে হিসাবে সর্বশেষ নির্বাচিত কমিটি নির্ধারিত মেয়াদের পরও সাত বছর ধরে দায়িত্ব পালন করে চলেছে।