Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


১১ অক্টোবর ২০১৯ ০৮:৪০ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ০৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনী: ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের যুবলীগ নেতা রবিউল হক মানিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে। এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে আটকও করেনি।

ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফাজিলপুর বাজারের পাশে মানিককে তার নিজ বাড়ির দরজায় এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পথেই মারা যান মানিক। তার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান,  পেশায় রঙ মিস্ত্রী মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

কুপিয়ে হত্যা যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর