Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টোকিওর দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন হাগিবিস


১১ অক্টোবর ২০১৯ ০৮:৫১ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১০:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯৫৮ সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন হিসেবে জাপানের টোকিও উপকূলে আঘাত হানতে যাচ্ছে হাগিবিস। শুক্রবার (১১ অক্টোবর) জাপানের আবহাওয়া এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ।

এদিকে, সুপার টাইফুন হাগিবিসের আঘাত হানার সম্ভাবনায় টোকিওর নারিতা বিমানবন্দর থেকে সকল আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বৃহত্তর টোকিওর সব রেল যোগাযোগ। এই সুপার টাইফুনটি এই সপ্তাহান্তেই  টোকিও উপকূলে আঘাত হানার কথা রয়েছে।

টাইফুন হাগিবিসের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জাপানের কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জাপানে চলমান রাগবি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বাতিল করা হয়েছে। সুজুওকা সার্কিটে জাপানিজ গ্রান্ড প্রিক্সের ফর্মুলা ওয়ানের বাছাই রেসও বাতিল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

জাপান জাপানিজ গ্রান্ড প্রিক্স টপ নিউজ টোকিও রাগবি বিশ্বকাপ সুপার টাইফুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর