Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে দক্ষ কর্মী নিয়োগে বাংলাদেশে পরীক্ষা আয়োজনের আহ্বান


১১ অক্টোবর ২০১৯ ১১:২০

ঢাকা: জাপানে সুনির্দিষ্ট দক্ষতার ভিত্তিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশেও পরীক্ষা নিতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ।

শুক্রবার (১১ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ প্রতিমন্ত্রী হিসাসি ইনাদুর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান মন্ত্রী ইমরান আহমেদ। বাংলাদেশের শ্রম বাজার বিস্তৃত করতে জাপান সফরে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- নিয়োগে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়ার অনুরোধ মন্ত্রীর

জাপানের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইমরান আহমদ বলেন, জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট খাতে দক্ষ কর্মী নিয়োগের পরীক্ষা দ্রুত আয়োজন করা প্রয়োজন। এ পরীক্ষা বাংলাদেশেও যেন নেওয়া হয়, জাপানের প্রতিমন্ত্রীর কাছে সে অনুরোধ জানান তিনি।

মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাসি ইনাদু বাংলাদেশে পরীক্ষা আয়োজনের বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।

এছাড়াও বৈঠকে বাংলাদেশ থেকে জাপানে আরও বেশি পরিমাণে কর্মী নিয়োগ ও কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) টোকিওর তাকানাওয়ায় অবস্থিত গ্র্যান্ড প্রিন্স হোটেলে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক এক সেমিনারে মন্ত্রী জাপানে কর্মী নিয়োগে বাংলাদেশের কর্মীদের অগ্রাধিকার দিতে অনুরোধ করেন।

সেমিনারে উপস্থিত বিপুলসংখ্যক জাপানি প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘বাংলাদেশি কর্মীরা দক্ষ, কর্মঠ ও মেধাবী এবং জাপানের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা অত্যন্ত গভীর। তাই আপনাদের প্রতিষ্ঠানে নিয়োগের সময় বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করছি।

বিজ্ঞাপন

জাপানের প্রতিমন্ত্রী হিসাসি ইনাদু টপ নিউজ প্রবাসীকল্যাণমন্ত্রী প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর