Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিইউতে মাশরাফির বাবা, আগের চেয়ে অনেকটা ভালো


১২ অক্টোবর ২০১৯ ০২:৫৭

ঢাকা: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে মাশরাফির এক ঘনিষ্ঠজন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তবে গণমাধ্যমে নাম প্রকাশ করতে চাননি তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, গোলাম মর্তুজা স্বপন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এর আগে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় তাকে।

সন্ধ্যায় গোলাম মর্তুজা স্বপন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক বাড়িতে গিয়ে তাকে চিকিৎসা দেন। তাদের পরামর্শেই তাকে যশোরে নেওয়া হয়।

মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর