Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের ছাড়পত্র, ফের কারাগারে সম্রাট


১২ অক্টোবর ২০১৯ ১১:৫১ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১২:০২

ঢাকা: শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় কারাদণ্ডপ্রাপ্ত ও বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ছাড়পত্র দিয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। তাই ফের তাকে নেওয়া হচ্ছে কেরানীগঞ্জ কারাগারে।

শনিবার (১২ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে সম্রাটকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায় কারারক্ষীরা।

হৃদরোগ ইনস্টিটিউটের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. সমীর কুমার কুন্ডু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সমীর কুমার বলেন, গত চার দিন তার শারীরিক অবস্থার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সেসব পরীক্ষার রিপোর্ট পজিটিভ ছিল। সে কারণে আমরা আজকে তাকে ছাড়পত্র দিয়েছে। যেহেতু তিনি কারাগার থেকে এসেছেন তাকে কারাগারে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার মাহবুব ইসলাম সারাবাংলাকে বলেন, বুকে ব্যথার কারণে তাকে হৃদরোগ ইনস্টিটিউশনের সিসিইউতে ভর্তি রাখা হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। তাই তাকে ফের কারাগারে আনা হচ্ছে।

এর আগে গত ৮ অক্টোবর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ক্যাসিনো ইস্যু টপ নিউজ বহিষ্কৃত যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর