Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মের নামে নারীদের ঘরে আটকে রাখার সুযোগ নেই: শেখ হাসিনা


১২ অক্টোবর ২০১৯ ১২:১০

ঢাকা: ইসলাম ধর্মে নারীদের পর্দা করার কথা বলা হলেও ধর্মের নামে তাদের ঘরে আটকে রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর স্ত্রী খাদিজা (রা.)-এর উদাহরণ টেনে তিনি বলেন, প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একজন নারী। তিনি মহানবীর (সা.) স্ত্রী হয়েও ব্যবসা-বাণিজ্য করতেন। তাই ধর্মের নামে নারীদের ঘরে আটকে রাখার কোনো সুযোগ নেই।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সর্বশেষ ২০০৯ সালে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় একযুগ পর এই সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে? ইসলাম ধর্ম প্রচারে প্রথম সহায়তা কে করেছিলেন? তিনি বিবি খাদিজা (রা.)। মহানবী (রা.) যখন ইসলাম ধর্ম প্রচার করছিলেন, তখন তো তিনিই এগিয়ে এসেছিলেন। তিনি সব সম্পদ দিয়ে দিলেন ধর্ম প্রচারের জন্য। সেই বিবি খাদিজা (রা.) ব্যবসা-বাণিজ্য করতেন। উটে চড়ে ব্যবসার জন্য দেশে দেশে যেতেন। কাজেই মেয়েদের ধর্মের নামে ঘরে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

শিক্ষা, চাকরি, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, কোনো সমাজের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, সেখানে নারীদের বাদ দিয়ে কোনোভাবেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ সারাদেশের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। তাই আমরা শুরু থেকেই সবসময় নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

নারীমুক্তির পথ দেখিয়েছিলেন বঙ্গবন্ধু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই নারীমুক্তির পথ দেখিয়েছিলেন বলে বক্তব্যে উল্লেখ করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বাধীনতার পর নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসন ব্যবস্থা চালু করেছিলেন। পাকিস্তান আমলে সরকারি আইনেই নারীদের বিচারিক ব্যবস্থায় চাকরির সুযোগ ছিল না। বঙ্গবন্ধু সেই আইন সংশোধন করে প্রথমবারের মতো মেয়েদের বিচারক হওয়ার সুযোগ করে দিলেন। মেয়েদের পড়ালেখাকে সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন তিনি। নারীমুক্তির যে পথ আমরা অনুসরণ করছি, সেই পথ বঙ্গবন্ধুই দেখিয়ে দিয়েছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথির সভাপতিত্বে সংগঠনটির এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ইসলাম ধর্ম জাতীয় সম্মেলন নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা শ্রমিক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর