Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে ৬০ বছরের মধ্যে শক্তিশালী টাইফুন


১২ অক্টোবর ২০১৯ ১৩:০২ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী টাইফুন হাগিবিস। দেশটিতে গত ৬০ বছরের মধ্যে এই টাইফুনকে সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে ভাবা হচ্ছে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসা টাইফুন হাগিবিস-এর কারণে বন্যা, ভূমিধসের মতো ঘটনায় প্রাণহানি হতে পারে। জাপানের আবহাওয়া সংস্থা এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। খবর বিবিসির।

শনিবারের (১২ অক্টোবর) পর টোকিওর কাছাকাছি এলাকায় টাইফুন হাগিবিস আঘাত হানবে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন উপকূলীয় এলাকায় হাজার হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দোকানপাট, ফ্যাক্টরি ও ট্রেন নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। গাড়ি উল্টে মারা গেছেন একজন। কর্তৃপক্ষ টাইফুন আক্রান্ত এলাকার সবাইকে নিরাপদে সরে যেতে বলেছে।

বিজ্ঞাপন

টাইফুনের কারণে জাপানে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপ ও ফরমুলা ওয়ান প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। বেশ কিছু খেলা বাতিল করতে হয়েছে। তবে স্থানীয়রাই এই প্রবল টাইফুনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন বলে ভাবা হচ্ছে।

এর আগে ১৯৫৮ সালে কানোগাওয়া টাইফুনে জাপানে ১২ শ জনের মৃত্যু ও নিখোঁজ হয়েছিলেন।

ফিলিপাইনের তাগালুক ভাষায় টাইফুন হাগিবিস শব্দের অর্থ গতি।

জাপান টপ নিউজ টাইফুন হাগিবিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর