Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেল যোগাযোগ বন্ধ


১২ অক্টোবর ২০১৯ ১৩:০২ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নীলগঞ্জ রেল স্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে সিলেট থেকে জামালপুর তারাকান্দিগামী একটি মালবাহী ট্রেন কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে রেল লাইন ও একটি রেলওয়ে কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে একটি উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে রওনা হয়েছে। তবে মালবাহী ট্রেনটির ইঞ্জিন বগিগুলো রেখে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে।

কিশোরগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী মো. আনিসুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে জানান, মালবাহী ট্রেনটির একটি বগির চাকা সরে গিয়ে লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে রওনা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান আনিসুজ্জামান।

কিশোরগঞ্জ ট্রেনের বগি ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেল যোগাযোগ মালবাহী ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর