রাজশাহী করেসপন্ডেন্ট
রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় চারুকলার অনুষদের প্রশ্নে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও ধর্মীয় গ্রন্থ নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন করার জেরে অনুষদটির ডিন ও এক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে চারুকলার অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিল্লুর রহমান উভয়কে আগামী দশ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের যে কোন ধরনের পরীক্ষা কমিটিতে নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৭৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে প্রশ্ন প্রণয়নের দায়ে জিল্লুর রহমান নামের ঐ শিক্ষকের ‘প্রফেসর’ পদে উন্নীত হওয়ার সময় এলে সে সময় থেকে ৫ বছর পরে পদোন্নতি হবে বলেও সিদ্ধান্ত হয়।
এদিকে ডিনের পদ থেকে অব্যাহতির জন্য যদি আইনগত বাধা না থাকে তাহলে ডিনকে অব্যাহতি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চারুকলা অনুষদের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চারুকলার ঐ পরীক্ষার প্রশ্নপত্রের দুইটি প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে বলে প্রশ্ন উঠে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পরীক্ষার কেন্দ্র থেকেই শিক্ষার্থীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এনিয়ে বেশ সমালোচনার মুখে পরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। মানববন্ধনও করে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
সারাবাংলা/একে