বিএনপি সরকারের আমলে শ্রমিকরা খেতে পায়নি: হাছিনা গাজী
১২ অক্টোবর ২০১৯ ১৫:১২
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের শ্রমিকরা খেতে পায়নি। বহু শ্রমিক না খেয়ে মারা গেছেন।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, র্যালি, কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাছিনা গাজী এ সব কথা বলেন।
তারাবো পৌরসভার এই মেয়র বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বহু শিল্প-কারখানা বন্ধ করে দেওয়া হয়। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিকদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি শ্রমিকদের উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
হাছিনা গাজী আরও বলেন, ‘দেশবিরোধী চক্র দেশকে ধ্বংস করে পাকিস্তান বানাতে চায়। তারা দেশের ভালো চায় না। তারা বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
জাতীয় শ্রমিক লীগ তারাবো পৌরসভা আঞ্চলিক শাখার সভাপতি আলী হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোবারক হোসেন খান শাহীনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল মান্নান ভূঁইয়া, শারমিন আমজাদ হোসেন সরদার, রমিজ উদ্দিন, আহম্মদ আলীসহ অনেকে।