Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের


১২ অক্টোবর ২০১৯ ১৫:৪০ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১৫:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর দারুস সালামের হরিরামপুর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মোরসালিন আহমেদ মাহিন (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার (১২অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত মহিনের বড় বোন শান্তা আক্তার জানান, তারা দারুস সালাম হরিরামপুর বাজার এলাকায় নিজের বাড়িতে থাকেন। তার ছোট ভাই মাহিন দারুস সালাম সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী। স্কুল ছুটি থাকায় সকাল থেকে দ্বিতীয় তলার ছাদে ঘুড়ি উড়াচ্ছিল মাহিন। সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। সেখানে দুপুর ২ টার দিকে মাহিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।

 

 

 

 

ঘুড়ি ঢামেক মৃত্যূ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর