Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার গায়ক সাকি ব্যানার্জিকে বিয়ে করলেন এশা ইউসুফ


১২ অক্টোবর ২০১৯ ১৬:০৪ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১৬:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ডদল ক্যাকটাসের গায়ক সার্কি ব্যানার্জীকে বিয়ে করলেন  এশা ইউসুফ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার ম্যারিয়ট হোটেলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা গেছে, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে।


আরও পড়ুনঃ  খুলনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুহীন চৌধুরী প্রয়াত


এশা ইউসুফ বাংলাদেশের একজন মঞ্চ অভিনেত্রী,  নির্মাতা ও প্রযোজক। তার বাবা–মাও দেশের জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ। বিয়েতে বাবা-মা ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা, মঞ্চ অভিনেতা মোস্তাফিজ শাহীনসহ দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাকি ব্যানার্জি কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর উজ্জ্বল বিচরণ দেখা যায়। ২০১৮ সালে সেলিম আল দীনের ‘পুত্র’ নাটকটি মঞ্চে নিয়ে আসে ঢাকা থিয়েটার। তখন মঞ্চনাটকে সংগীতায়োজন করেন সাকি। অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপের ‘গার্ডেন গেম’-এর সংগীতায়োজন করেছেন তিনি।

আরও পড়ুনঃ

.   শাজেদুর হলেন সেরা বাংলাবিদ

.   জিফাইভ-এর জন্য রবিকে এমআইবি’র উকিল নোটিশ

.   নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নানজিবা তোরসা

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর