ঢাবিতে অস্ত্র-ইয়াবাসহ আটক ছাত্রলীগের সাবেক ২ নেতা কারাগারে
১২ অক্টোবর ২০১৯ ১৭:২৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অস্ত্র ঠেকিয়ে এক সাধারণ শিক্ষার্থীকে হুমকি দেওয়ার পর পিস্তল ও ইয়াবাসহ আটক ছাত্রলীগের দুই সাবেক নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১২) বিকালে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এ আদেশ দেন।
কারাগারে যাওয়া ওই দু’জন হলো- ঢাবি ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার ও মহসীন হল ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক উপ-সম্পাদক আবু বকর আলিফ।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সরদার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে আটক রাখার আবেদন করেন। তবে এ দুই আসামির পক্ষের কোনো আইনজীবী ছিল না।
এর আগে, গত ৯ অক্টোবর সাবেক দুই ছাত্রলীগ নেতাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ছাত্রলীগের ওই দুই সাবেক নেতাকে ঢাবির হাজী মোহাম্মদ মহসীন হল থেকে আটক করা হয়।
এর আগেও একবার ইয়াবা সেবনের ছবি ভাইরাল হয়েছিল তুষারের। সেময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাকে বহিষ্কার করে। কিন্তু মেয়াদের শেষ সময়ে আবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।