চেয়ারম্যানের পদ থেকে প্রধান নির্বাহীকে বরখাস্ত করল বোয়িং
১২ অক্টোবর ২০১৯ ১৭:৫০
বোয়িং-এর প্রধান নির্বাহী ডেনিস মুলেনবার্গকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করেছে কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস। তিনি একইসঙ্গে দু পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ত্রুটি থাকায় ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার এয়ারলাইনসে ঘটা দুটি দুর্ঘটনার জেরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। খবর দ্য গার্ডিয়ানের।
শুক্রবার (১১ অক্টোবর) কোম্পানির পরিচালকরা এই সিদ্ধান্ত নেন। পরিচালকদের একজন, ডেভিড এল ক্যালহোন এখন থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এর আগে আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা এক প্রতিবেদনে জানান, কীভাবে বোয়িং সংস্থাটির বিমানের নিরাপত্তা দিতে ব্যর্থ হলো। এটি তার ফ্লাইট কনট্রোল সিস্টেমে পরিবর্তন সম্পর্কে ফেডারেল এভিয়েশনকে অবহিত করেনি। যার পরিণতি ছিল দুর্ঘটনা।
চেয়ারম্যানের পদে নতুন দায়িত্বপ্রাপ্ত ডেভিড এল ক্যালহন বলেন, প্রধান নির্বাহী হিসেবে ডেনিস মুলেনবার্গের ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।
এদিকে ডেনিস মুলেনবার্গও দুটি পদ আলাদা করার ব্যাপারে তার সমর্থন জানিয়েছেন।