Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইনু’র


১২ অক্টোবর ২০১৯ ১৯:৪৮

ঢাকা: দুর্নীতি বন্ধের জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘অসৎ রাজনীতিক-পুলিশ ও জনপ্রশাসনের অসৎ কর্মকর্তা-দুর্নীতিবাজ-লুটেরাদের যোগসাজশে গড়ে উঠা অপরাধী সিন্ডিকেট ধ্বংস করে দিতে হবে। অবৈধভাবে অর্জিত তাদের সব অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।’

শনিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে এবং হল-হোস্টেল থেকে ‘ঠ্যাঙাড়ে বাহিনী’ বিতাড়ন ও টর্চার সেল ধ্বংস করার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘গেস্টরুম ও গণরুমের নির্যাতন বন্ধ করতে হবে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত ভিসিসহ প্রশাসনে বদল আনতে হবে। দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সাড়া জাগানো হত্যাকান্ড, অত্যাচার-নির্যাতন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, লুটপাটের ঘটনাগুলোর দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে জনমনে আস্থা ও জনগণের মনোবলকে শক্তিশালী করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল না দেখে, মুখ না দেখে শুদ্ধি অভিযান-দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছেন। দুর্নীতিবাজ-লুটেরা-অত্যাচারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানকে জাসদ স্বাগত ও সমর্থন জানাচ্ছে।’ চলমান দুর্নীতি বিরোধী এ শুদ্ধি অভিযানের সমর্থনে জাসদ প্রধানমন্ত্রীর পাশে থাকবে, রাজপথে সোচ্চার থাকবে বলেও জানান এই নেতা।

রাষ্ট্র-প্রশাসন-অর্থনীতি-সমাজের সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা, ‘সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি’ প্রস্তাব এবং চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে জাসদ কর্মসূচিও ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ১৬ অক্টোবর দেশব্যাপী জেলা-উপজেলায় গণমিছিল। ২২ অক্টোবর ঢাকায় গোলটেবিল আলোচনা। ৩১ অক্টোবর জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্নীতি বিরোধী সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামের চেতনায় দেশব্যাপী জেলা-উপজেলায় আলোচনা সভা-সমাবেশ-পথ সভা-গণমিছিল-মশাল মিছিল।

বিজ্ঞাপন

জাসদ হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর