‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে অন্ধকারের অপশক্তির উত্থান হবে’
১২ অক্টোবর ২০১৯ ২১:১০
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রামের নেতারা বলেছেন, ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন করা সাধারণ ছাত্রদের অধিকার। এই অধিকার নিষিদ্ধ করলে অন্ধকারের অপশক্তির উত্থান হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে অতীতে গৌরবোজ্জ্বল ছাত্র আন্দোলনে প্রাণ বিলিয়ে দেওয়া নেতাকর্মীদের অপমান করা হবে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা এসব কথা বলেন। ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার হত্যা, ক্যাসিনো বানিজ্য ও দখলবাজি বন্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে সিপিবি নেতারা বলেন, ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বাতিল করতে হবে স্বাধীনতার চিহ্নিত শত্রু, খুনী আর গুণ্ডাদের রাজনৈতিক অধিকার। যখন যে দল ক্ষমতায় যায়, তারা নিজেদের স্বার্থে গুণ্ডাদের পোষে আর এর নাম দেয় ছাত্র রাজনীতি। হত্যা, খুন আর গুণ্ডামির নাম ছাত্র রাজনীতি নয়।’
তারা বলেন, ‘ভারতের প্রতি নতজানু হয়ে অসম্মানজনক চুক্তি করে সরকার দেশের স্বার্থ ক্ষুন্ন করেছে। সরকারকে এর জবাব দিতে হবে। ক্যাসিনো বাণিজ্যসহ অপশক্তিকে লালন পালন করছে সরকার নিজেই। তাদের আশ্রয়-প্রশ্রয়ে দেশে দুর্বৃত্তায়ন আর লুটপাটতন্ত্র ভয়াবহ আকার ধারণ করেছে। এই লুটপাটের রাজনীতির অবসান করতে হলে নতুন বিকল্প রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। বাম প্রগতির বিকল্প শক্তি গড়ে তুলে এ শূন্যতা পূরণ করতে হবে।’
সিপিবি নেতা মসিউদৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সদস্য মৃনাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য নরুচ্ছাফা ভূঞা, অমৃত বড়ুয়া, নারীনেত্রী রেখা চৌধুরী।