‘অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখছে ক্ষুদ্র উদ্যোক্তারা’
১২ অক্টোবর ২০১৯ ২১:৫৭
ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ক্ষুদ্র উদ্যোক্তারা। এদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক (বিআইসিসি) সম্মেলন কেন্দ্র আইএফআইসি-সমকাল শিল্প বাণিজ্য পুরস্কার ২০১৮ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিস্ময় সৃষ্টি করেছে। এক্ষেত্রে উদ্যোক্তারা অসামান্য ভূমিকা রেখে চলেছেন। তাদের এসব অবদানের স্বীকৃতি দিলে তারা আরও কাজ করবেন। এ রকম উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানদের কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করতে হবে। কৃষিকে বহুমুখীকরণ করতে হবে। দক্ষতা অর্জন করতে হবে। দক্ষব্যক্তির কর্ম সবখানেই থাকে। পুষ্টিকর নিরাপদ খাদ্য, কর্মসংস্হান ও খাদ্যের বহুমুখীকরণের চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবিলা করতে হবে।’
বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগ, বর্ষসেরা নারী উদ্যোক্তা, উদীয়মান তরুণ উদ্যোক্তা ও সেরা এসএমই উদ্যোগ- এই চার ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হয়। এছাড়া জুরি বোর্ডের বিবেচনায় অগ্রজ ও স্বনামধন্য একজন উদ্যোক্তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। উদ্যোক্তাদের মধ্যে শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ীকে পুরস্কার হিসাবে সাড়ে চার লাখ টাকা দেওয়া হয়। বাকি তিন ক্যাটাগরিতে বিজয়ীরা প্রত্যেকে সাড়ে তিন লাখ করে টাকা পান। এছাড়া প্রত্যেক কাটাগরিতে প্রথম রানার-আপ দেড় লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ পেয়েছেন এক লাখ টাকা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মস্তাফিজুর রহমানসহ সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষিমন্ত্রী ক্ষু্দ্র উদ্যোক্তা ড. মো. আবদুর রাজ্জাক