‘শেখ হাসিনার আমলে অপরাধ করে কেউ পার পায়নি, পাবেও না’
১২ অক্টোবর ২০১৯ ২২:৩৭
নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুর্নীতি ও অপরাধ করে কেউ পার পায়নি, পাবেও না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। শনিবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের কারণে দেশ দুর্নীতি ও অপরাধমুক্ত হচ্ছে। এ থেকেই প্রমাণ হয় শেখ হাসিনার আমলে অপরাধ করে পার পাওয়ার উপায় কারও নেই।’
বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘দেশে একের পর এক ফ্লাইওভার, ব্রিজ, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হচ্ছে। পদ্মা সেতুর নির্মাণ কাজও এগিয়ে চলছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। ২০৪১ সালের আগেই দেশ উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হবে।’
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির মহাসচিব লায়ন সালেহ আহমেদসহ অন্যরা।