Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর নোবেল পাওয়া ঠেকাতে আবরারকে খুন করা হতে পারে’


১২ অক্টোবর ২০১৯ ২২:৪৩

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়া ঠেকাতে বুয়েটের ছাত্র আবরারকে খুন করা হতে পারে বলে মনে করছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর বন্দর ও পতেঙ্গা এলাকার জনদুর্ভোগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র একথা বলেছেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বিজ্ঞাপন

আবরার হত্যাকারীদের ‘অতি উৎসাহী’ উল্লেখ করে মেয়র নাছির বলেন, ‘আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এটা যারা করেছেন, তাদের কাছে তো দলের কোনো নির্দেশনা ছিল না। তারা অতি উৎসাহী হয়ে করেছেন। এখন খুঁজে বের করতে হবে তাঁদের দিয়ে এ কাজটা কেউ করিয়েছেন কি না।’

তিনি বলেন, ‘শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও সক্রিয়ভাবে বিবেচনায় ছিল। যেদিন নোবেল কমিটি প্রাইজ ঘোষণার জন্য বসেছে, সেদিন কিন্তু এ কাজটি হয়েছে। এখানে তো দুরভিসন্ধি থাকতে পারে। ষড়যন্ত্র, চক্রান্ত থাকতে পারে। যাতে উনি নোবেল প্রাইজটা না পান।’

আবরার হত্যা নিয়ে রাজনীতি হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘হত্যাকাণ্ডের পর ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরও এটা নিয়ে রাজনীতি হচ্ছে। একটি গোষ্ঠী আন্দোলন করছে। কোটা আন্দোলনে প্রমাণ হয়েছে, এগুলো করা করেছে। শিবির-ছাত্রদলের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল। এটাতেও তাই হচ্ছে।’

জনদুর্ভোগকে চট্টগ্রাম মহানগরীতে সরকারের ব্যাপক ‘উন্নয়নের প্রসববেদনা’ হিসেবে উল্লেখ করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিজ্ঞাপন

একই সভায় খোরশেদ আলম সুজন বলেন, ‘আমরা সরকারি দল। কিন্তু আমরা জনগণকে নিয়েই রাজনীতি করি। জনগণের দুর্ভোগে আমরা বসে থাকতে পারি না। সেজন্য জনগণকে জানাতে এসেছি- সুখে-দুঃখে আমরা আপনাদের পাশে আছি।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মাহমুদুল হোসেন খান, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, নিউমুরিং অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মফিজুর রহমান।

আ জ ম নাছির নোবেল শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর