Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ মানুষ


১৩ অক্টোবর ২০১৯ ০৪:০৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ১ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে অনেক অবকাঠামো ভস্মীভূত হয়েছে। এদিকে এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

দমকল কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ ভয়াবহ এ দাবানল লস অ্যাঞ্জেলস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালির বিভিন্ন এলাকার ৭ হাজার ৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে।

বিজ্ঞাপন

তারা আরও জানান, দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে।

দমকল কর্মকর্তারা জানান, পোর্টার র‌্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বয়সের এক ব্যক্তি মারা গেছে।

বৃহস্পতিবার রাতে সিলমার নগরীতে আগুন ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এ দাবানলের কারণ জানা যায়নি।

সারাবাংলা/এমআই

আগুন দাবানল সরিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর