Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিটরস গিল্ডে আরও ৪ নতুন সদস্য


১৩ অক্টোবর ২০১৯ ০৯:০৯

ঢাকা: এডিটরস গিল্ড বাংলাদেশ আরও চার সম্পাদককে সংগঠনের সদস্য করেছে। এ নিয়ে সংগঠনের সদস্য সংখ্যা দাঁড়াল ২০।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে সংগঠনটির নির্বাহী কমিটির সভায় এ সদস্যপদ অনুমোদন করা হয়।

এডিটরস গিল্ডের নতুন সদস্যরা হলেন- দৈনিক সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক আলতামাশ কবির, সরগম সম্পাদক কাজী রওনক হোসেন, এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন এবং ডট-এর সম্পাদক খান মো. মুস্তাফা খালীদ পলাশ।

সদস্য হওয়ার আবেদনগুলো বাছাই করে মেম্বারশিপ কমিটি যে সুপারিশ করে, তার ওপর ভিত্তি করে নির্বাহী কমিটি নতুন এ সদস্যপদ অনুমোদন করেছে বলে জানা গেছে।

এদিকে এডিটর গিল্ড-এর নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে মাছরাঙা টেলিভিশনের সংবাদ প্রধান রেওয়ানুল হক রাজাকে। এছাড়া সংগঠনের অপারেশন্স কমিটি ও মেম্বারশিপ কমিটিতে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে।

এডিটরস গিল্ডের সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সারাক্ষণ মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক স্বদেশ রায়, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, গাজী টেলিভিশন ও সারাবাংলা ডটনেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, দেশ টেলিভিশনের সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, মাছরাঙা টেলিভিশনের সংবাদ প্রধান রেওয়ানুল হক রাজা, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, এশিয়ান এইজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে যুক্ত সবধরনের গণমাধ্যমের সম্পাদকীয় নেতাদের নিয়ে গত বছরের ২১ ডিসেম্বর এডিটরস গিল্ড, বাংলাদেশ যাত্রা শুরু করে। সম্পাদকীয় প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করছে সংগঠনটি।

এডিটরস গিল্ড বাংলাদেশ নতুন সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর