Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ‘খ’ ইউনিটে পাস ২৩.৭২ শতাংশ


১৩ অক্টোবর ২০১৯ ১৩:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর ‘খ’ ইউনিটে সমন্বিতভাবে পাসের হার ২৩.৭২ শতাংশ।

ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে পাস করেছেন ১৮৫৮১ জন পরীক্ষার্থী। আর নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাশ করেছেন ১০১৮৮ জন পরীক্ষার্থী।

এ বছর ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৪২ হাজার নয় শ ৫৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

রোববার (১৩ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে (কক্ষ নং-২১৪) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত হয়ে এই ফলাফল প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮জন।

ঢাবি খ ইউনিট ফলপ্রকাশ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর