Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে: আমান উল্লাহ আমান


১৩ অক্টোবর ২০১৯ ১৬:৪৭

কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, সরকার আমাদের গণতান্ত্রিক ও মানবাধিকার কেড়ে নিয়েছে। এর মধ্য দিয়ে তারা সংবিধানের ৩৯ ধারা লঙ্ঘন করছে।

রোববার (১৩ অক্টোবর) দলীয় কর্মসূচিতে অংশ নিতে এবং বুয়েট শিক্ষার্থী আবরারে স্বজনদের সঙ্গে দেখা করতে কুষ্টিয়া আসেন তিনি। সকাল সাড়ে ১১টায় লালন শাহ ব্রিজ পার হওয়ার পরে ভেড়ামারা থানা পুলিশ তার গাড়ি ঘুরিয়ে দেয়।

আমান উল্লাহ আমানের সঙ্গে ছিলেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম। দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে কুষ্টিয়া থেকে লালন শাহ ব্রিজে আসেন কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আল বিরুনি বলেন, নিরাপত্তাজনিত কারণে আমান উল্লাহ আমানকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদ এবং আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ছিল। সেই কর্মসূচিতে অংশ নিতে আমান উল্লাহ আমান ও নাজিমুদ্দিন আলম কুষ্টিয়া আসছিলেন। এরপর আবরারের স্বজনদের সঙ্গে তাদের দেখা করার কথা ছিল।

পুলিশি বাধার মুখে তারা ঢাকায় ফিরে গেছে। কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয় থেকেও পুলিশ দলের নেতাকর্মীদের বের করে দেয়— অভিযোগ করেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

আমান উল্লাহ আমান বিএনপি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর