Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় জিহাদি বই ও ককটেলসহ ৬ শিবিরকর্মী আটক


১৩ অক্টোবর ২০১৯ ১৭:০৩

নওগাঁ: নওগাঁ শহরের নামাজগড় মাদরাসাপাড়া থেকে ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে জিহাদি বই ও ককটেল পাওয়া যায়।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এসব তথ্য জানান। আটকরা হলেন— রবিউল মাহাবুব (১৯), আব্দুস সবুর (১৯), মহিউদ্দিন (১৯), মেহেদী হাসান (১৯), আব্দুল মান্নান (২০) ও আলমগীর হোসেন মিঠু (৩৫)।

আব্দুল মান্নান মিয়া বলেন, আমাদের কাছে তথ্য ছিল নামাজগড় এলাকায় একটি বাড়িতে অনন্ত ৩০ জন শিবির নেতাকর্মী মিটিং করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের কাছে ৬টি ককটেল, ১৫টি সাউন্ড গ্রেনেড ও বেশকিছু জিহাদি বই পাওয়া যায়।

নৈরাজ্য সৃষ্টির জন্য তারা সংগঠিত হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবে বলে জানান পুলিশ সুপার।

শিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর