আ.লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়: কাদের
১৩ অক্টোবর ২০১৯ ১৭:১১
রাজশাহী: আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ছাত্র রাজনীতির বন্ধের পক্ষে নয়। যে কারণে যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। কারন রাজনীতিবীদদের অধিকাংশেরই হাতে খড়ি হয় ছাত্র রাজনীতি থেকে। কাজেই মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। মাদক, জুয়া, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে চলছে এই শুদ্ধি অভিযান। প্রথমে ঘর থেকেই শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সবখানে এই অভিযান চালানো হবে।’
যুবলীগের চেয়ারম্যান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চেয়ারম্যান ওমর ফারুক নজরদারিতে আছে কিনা তা পরে জানা যাবে। তিনি আত্মগোপনে নেই। তবে যুবলীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তারা নজরদারিতে আছেন।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।