Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকে এখন আর তদবির বাণিজ্য নেই: ইকবাল মাহমুদ


১৩ অক্টোবর ২০১৯ ১৮:৪৯

ঢাকা: সবার সহযোগিতায় বিগত সাড়ে তিন বছরে দুদকের তদবির বাণিজ্য শূন্যে নামিয়ে আনা হয়েছে। দুদকে এখন আর তদবির বাণিজ্য নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার (১৩ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কমিশনের অকালপ্রয়াত চার কর্মকর্তা-কর্মচারীর স্মৃতির উদ্দেশে এক শোকসভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘অনেকের ধারণা রয়েছে দুদকে যারা চাকরি করেন তাদের অনেকের যথেষ্ট টাকা-পয়সা, গাড়ি-বাড়ি রয়েছে। কিন্ত আজ আমরা জানছি যে, আমাদের মরহুম পরিচালক আবু সাঈদ এবং সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মদের কোনো অর্থ-বিত্ত, বাড়ি-গাড়ি নেই। ওদের সততার কাছে অনেকের ধারণা পরাজিত হয়েছে। এই প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই সততার সঙ্গে জীবন যাপন করছেন। দুদকে তদবির নিয়ে অনেক কথা ছিল। আমি দৃঢ়ভাবেই বলতে পারি, আপনাদের সকলের সহযোগিতায় দুদকে এখন আর তদবির বাণিজ্য নেই। কেউ তদবির করতে সাহসও পান না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মানুষের মৃত্যু অবধারিত, তবে তা মেনে নেওয়া কঠিন। প্রতিটি মৃত্যুই আমাদের কিছু শিক্ষা দেয়। কীভাবে দুদকের এসব কর্মকর্তারা সততার সাথে দায়িত্ব পালন করেছেন আজ তা শুনছি। কীভাবে তারা নিজের পরিবারের সদস্যদের প্রতি আত্মত্যাগ করেছেন। আসুন, আমরা সবাই তাদের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করি।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আজ যদি মরহুম সাঈদ কিংবা মঞ্জুরের কোটি কোটি টাকা থাকতো তাহলেই বা কি হতো? তাহলে হয়তো তারা অন্যভাবে মূল্যায়িত হতেন। আমি বিশ্বাস করি মানুষের প্রয়োজনের অতিরিক্তি সম্পদ তার জন্য সত্যিই বোঝা। বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর পর এই সম্পদ নিয়েই কলহের সৃষ্টি হয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে দুদকের চারজন কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু হয়েছে। তারা হলেন- পরিচালক মো. আবু সাঈদ, সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মেদ, কনস্টেবল মো. আব্দুল জলিল মন্ডল, কনস্টেবল মো. মজিবুর রহমান।

শোকসভায় বক্তব্য রাখেন- দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপ পরিচালক মো. তালেবুর রহমান, মো. রফিকুল ইসলামসহ অন্যরা।

ইকবাল মাহমুদ তদবির বাণিজ্য দুদক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর