Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মেডিকেল কলেজের অর্থ আত্মসাতে গ্রেফতার ১


১৩ অক্টোবর ২০১৯ ২০:৩২

ঢাকা: রংপুর মেডিকেল কলেজের অর্থ আত্মসাতের মামলায় বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির মহা-ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার (১৩ অক্টোবর) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, রংপুর মেডিকেল কলেজে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করে ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে সৈয়দ কামরুল আহসানকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সেপ্টম্বর মাসে রংপুর মেডিকেল কলেজে যন্ত্রপাতি কেনার নামে চার কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির মালিক মো. জাহের উদ্দিন সরকারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রংপুরে মামলাটি দায়ের করা হয়। মামলা নং-৫।

দুদক রংপুর মেডিকেল কলেজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর