Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুরমুজ বাহিনী গঠন হয়েছে, পালান— সরকারকে রব


১৩ অক্টোবর ২০১৯ ২১:০১

ঢাকা: আবরার হত্যাকাণ্ডের এক আসামির ওপর কয়েদিদের চড়াও হওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আ স ম আবদুর রব সরকারের উদ্দেশে বলেছেন, ‘দুরমুজ বাহিনী গঠন হয়েছে, পালান।’

রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জমায়েতে তিনি এ কথা বলেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এ জমায়েত আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘দেশে আইনের শাসন নেই, কোনো সরকার নেই, সরকারের পায়ের নিচের মাটি সব সরে গেছে, শেকড়সহ ছিঁড়ে ফেলা হয়েছে।’

আরও পড়ুন- ‘আমাদের কণ্ঠ স্তব্ধ করার ক্ষমতা আপনার নেই, পারবেনও না’

তিনি বলেন, ‘এক বছর আগে ঐক্যফ্রন্ট গঠন হয়েছিল। আজকে ঐক্যফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী। একইসঙ্গে আবরারের ‍মৃত্যুতে শোক র‌্যালি। সাবধান, বাধা দেবেন না। বাধা দেওয়ার ক্ষমতা আপনার নাই। আপনার ক্ষমতা শেষ। অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আন্দোলনকারীদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দিন। যদি না দেন, পালাবার পথ পাবেন না।’

‘আমার কাছে একটু আগে একটা খবর আসছে। ধুন্ধুমার শুরু হয়ে গেছে, ধুন্ধুমার। দুরমুজ বাহিনী গঠিত হইছে, দুরমুজ বাহিনী। আবরারকে যারা হত্যা করেছিল, তাদের একজনকে জেলে পাঠাবার পরে কয়েদিরা তাকে মেরেছে, ধুন্ধুমার মার দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। এ অবস্থা দেখে বাংলাদেশে যদি দুরমুজ বাহিনী গঠিত হয়, আমি আশ্চর্য হব না,’— বলেন আ স ম আবদুর রব।

প্রধানমন্ত্রীর উদ্দেশে জেএসডি সভাপতি বলেন, ‘মায়ের অনুভূতি নিয়ে বিচার করবেন? নিরাপদ সড়কের কী হলো? এখনো তো ডেইলি ৫/৭ জন করে মারা যায়। কোটা আন্দোলনের কী হলো? মেধাবী ছাত্রদের হত্যা করেছেন? সুতরাং এইসব ধানাই-পানাই করে কোনো লাভ হবে না। বিদায় হয়ে যান ভালোয় ভালোয়।’

বিজ্ঞাপন

আ স ম আবদুর রব বলেন, ‘এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। মানুষের মন থেকে উঠে গেছে। তাদের বিদায় চায় জনগণ। জাতীয় ঐক্যফ্রন্টের ভয়ে পুলিশ-প্রশাসনকে দিয়ে ৩০ তারিখের ভোট ২৯ তারিখে ডাকাতি করেছে। এই জুয়ারি সরকার, সন্ত্রাসী সরকার, দুর্নীতিবাজ সরকার দেশের স্বাধীনতা সর্বাভৌমত্ব বিকিয়ে দেওয়া সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। এই সরকার নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে।’

তিনি বলেন, ‘সরকার যে জনবিচ্ছিন্ন, ২৯ তারিখ ভোট ডাকাতির মাধ্যমে সেটা প্রমাণিত। তারপরও বলে যে, ‘‘আমরা ১৭ কোটি মানুষের সরকার’’। এ সরকার তো আওয়ামী লীগের সরকার। দেশের একটা জনগণও তাদের ভোট দেয় নাই। সংবিধান লংঘনকারী বেআইনি সরকার। তাদের সরে যেতে হবে।’

‘উন্নয়নের গণতন্ত্রের নামে জুয়াতন্ত্র, সন্ত্রাসতন্ত্র, খুনিতন্ত্র কায়েম করেছে তারা। এই খুনি সরকারকে বিদায় নিতে হবে। বিদায় না নিলে আমরা বিদায় করতে বাধ্য হব,’— বলেন আ স ম আবদুর রব।

তিনি আরও বলেন, ‘ঢাকা জেলখার মতো সারা বাংলাদেশে যদি দুরমুজ বাহিনী গঠিত হয়, আওয়ামী লীগের কেউ মাঠে নামতে পারবে না আগামীকাল থেকে। কিন্তু দেশের জনগণ শান্তি চায়, কোনো বিশৃঙ্খলা চায় না। কিন্তু আপনারা রক্তের হোলি খেলতে চান! রক্তের হোলি খেলার মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না।’

জেএসডি সভাপতি বলেন, ‘আপনারা রক্তের স্বাদ পেয়েছেন। ছাত্রলীগ দিয়ে আবরারকে হত্যা করেছেন। আবার দ্বিমুখী নাটক করে বলছেন, আপনারা এর বিচার করবেন! ছাত্রলীগ দিয়ে প্রতিবাদ সভা করছেন। আমাদের বাধা দিচ্ছেন। সাবধান! ছাত্রলীগ যেমন বিশ্ববিদ্যালয় থেকে বিদায় হয়েছে, আপনারাও ক্ষমতা থেকে বিদায় হবেন।’

বিজ্ঞাপন

খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করে তিনি বলেন, ‘জাতি আজ ঐক্যবদ্ধ। তারা দলের পরিবর্তে দলীয় সরকার চায় না, ব্যক্তির পরিবর্তে ব্যক্তির শাসন চায় না, সন্ত্রাসের পরিবর্তে সন্ত্রাস চায় না। জনগণ শান্তি চায়। জনগণের সরকার চায়। ১৭ কোটি মানুষের সরকার চায়। মানুষ আইনের শাসন চায়।’

প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফরে ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে রব বলেন, ‘পানি দিতে আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা শুধু দিয়ে যাব, পাব না কিছু— এটা তো হতে পারে না। আমরা বন্ধুত্ব চাই। যুদ্ধের সময় আমি আগরতলায় ছিলাম। আমরা আগরতলাকে পানি দিতে চাই। একটু না, অনেক বেশি পানি দিতে চাই। কিন্তু আমাদেরও তিস্তার পানি দিতে হবে।’

আ স ম আবদুর রব আবরার হত্যা জাতীয় ঐক্যফ্রন্ট জেএসডি টপ নিউজ দুরমুজ বাহিনী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর