Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার রণতরীর ছবি ব্যবহার করে মার্কিন নৌ বাহিনীকে শুভেচ্ছা


১৪ অক্টোবর ২০১৯ ০৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী প্রতিষ্ঠার ২৪৪তম বার্ষিকী উপলক্ষ্যে রোববার (১৩ অক্টোবর) রাশিয়ান রণতরীর ছবি ব্যবহার করে শুভেচ্ছা জানানো হয়েছে। আমেরিকার আলোচিত সামরিক চরিত্র এবং হাউজ রিপ্রেজেন্টেটিভ ব্রায়ান মাস্ট তার টুইটার একাউন্ট থেকে এই ছবি ব্যবহার করে পোস্ট দিয়েছেন। খবরে জানিয়েছে স্পুটনিক নিউজ।

তার এমন একটি ভুল ওয়েব দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলে পরে অবশ্য তিনি মার্কিন নৌ বাহিনীর একটি ভিডিও দিয়ে রাশিয়ান রণতরীর সেই ছবিটি সরিয়ে নেন।

উল্লেখ করা যায় যে, প্রতিষ্ঠার প্রায় ২০০ বছর পর ১৯৭২ সাল থেকে এডমিরাল এলমো জুমওয়াল্টের উদ্যোগে ১৩ অক্টোবর তারিখকে মার্কিন নৌ বাহিনীর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, শুভেচ্ছা জানানোর ছবিতে ব্যবহৃত রাশিয়ান রণতরী পয়োটর ভেলিকি পৃথিবীর অন্যতম বৃহৎ রণতরী। এটি জলপথে থেকে আকাশপথের হামলাও রুখে দিতে সক্ষম।

টুইটার নৌ বাহিনী প্রতিষ্ঠা বার্ষিকী মার্কিন যুক্তরাষ্ট্র রণতরী রাশিয়া শুভেচ্ছা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর