আদালতে রাম মন্দিরের সীমানা সংক্রান্ত শুনানি, অযোধ্যায় ১৪৪ ধারা
১৪ অক্টোবর ২০১৯ ১১:৪৯
ভারতের অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদের সীমানা নিয়ে বিরোধের জের ধরে আদালতে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ অক্টোবর) আদালতের এই শুনানিকে সামনে রেখে অযোধ্যায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাজনৈতিক স্পর্শ কাতরতার কারণে ও অযোধ্যার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে জারি করা এই বিশেষ ধারার অধীনে চার জনের বেশি মানুষ একসাথে জড়ো হতে পারবেন না। খবরে জানিয়েছে এনডিটিভি।
এর আগে, শনিবার (১২ অক্টোবর) রাত থেকে জারি করা ১৪৪ ধারা ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গোগোই নভেম্বরের ১৭ তারিখ অবসরে যাওয়ার আগেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষিত হবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।
এ ব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, অযোধ্যার মন্দির ও মসজিদের মধ্যকার ভূমি বিরোধ সংক্রান্ত একটি স্পর্শকাতর মামলার রায়কে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত এই ১৪৪ ধারা কার্যকর থাকবে। তবে এর মধ্যে যে সকল ধর্মীয় উৎসব আয়োজিত হবার কথা সে ব্যাপারে কর্তৃপক্ষ বিবেচনা করবে।
আরেক টুইটার বার্তায় জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝা জানান, অযোধ্যার সামগ্রিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তবে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই ১৪৪ ধারা জারি করার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়, সামনে দিওয়ালি এবং অন্যান্য ধর্মীয় উৎসবে ১৪৪ ধারা থাকলে মানুষ কিভাবে অংশ নেবে?
এই মামলায় মুসলিমদের পক্ষ থেকে লড়া হাজি মেহবুব জানান, যদি ১৪৪ ধারার ভেতরে বিশ্ব হিন্দু পরিষদ দিওয়ালি পালন করতে পারে, তাহলে আমরাও নিশ্চয়ই নামাজ আদায় করতে পারবো।
এর আগে, সমঝোতার ভিত্তিতে এই ভূমি বিরোধ সমাধান না হওয়ায় ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গোগোইয়ের নেতৃত্বে ৫ জন বিচারকের একটি সাংবিধানিক বেঞ্চ এই মামলার শুনানি করেছে। তারা আশা প্রকাশ করেছে আগামী নভেম্বরের ১৭ তারিখের মধ্যে এই মামলার যাবতীয় শুনানির কাজ শেষ করতে পারবে।