Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ থেকে অমিত সাহাকে বহিষ্কার


১৪ অক্টোবর ২০১৯ ১৩:৩৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক অমিত সাহাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

আবরার হত্যার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অমিতকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবরার হত্যায় সরাসরি উপস্থিত না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথনের দ্বারা জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানায় বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

বিজ্ঞাপন

অমিত সাহা বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ কক্ষের বাসিন্দা ছিলেন। অমিত সাহা এখন কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর শাহজাহানপুর কালিমন্দির থেকে তাকে আটক করে পুলিশ।

অমিত সাহা আবরার হত্যাকাণ্ড ছাত্রলীগ টপ নিউজ পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর