Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ অক্টোবর বসতে পারে ১৫তম স্প্যান


১৪ অক্টোবর ২০১৯ ১৫:১৪

ঢাকা: ১৬ অক্টোবর বসবে পদ্মাসেতুর ১৫তম স্প্যান। স্প্যানটি পদ্মার ২৩ এবং ২৪ নম্বর পিলারে বসানোর জন্য নিয়ে যাওয়া শুরু হয়েছে। এর আগে পদ্মার পিলারে ১৪টি স্প্যান বসিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৬ এবং ১৭ অক্টোবর যেকোনো দিন এটি বসানো হবে। তবে সব ঠিক থাকলে ১৬ অক্টোবর স্প্যান বসানোর সম্ভাবনা বেশি।

পদ্মাসেতুর প্রকৌশলীরা জানান, পদ্মাসেতুর সব পিলারে পাইলিং শেষ হয়েছে আগেই। এখন জাজিরা প্রান্তে স্প্যানের উপরিভাগে সড়ক নির্মাণ শুরু হয়েছে। এছাড়া, রেলস্প্যান বসানো অনেকদূর এগিয়ে গেছে।

এখন ৬টি স্প্যান বসানোর জন্য শতভাগ প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৪ টি কনস্ট্রাকশন ইয়ার্ডে এবং ২ টি চর এলাকায় বসিয়ে রাখা হয়েছে। চীন থেকে এ পর্যন্ত ৩০টি স্প্যান এসে গেছে। এর মধ্যে ১৪টি স্প্যান স্থাপন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে ৬ টি স্প্যান লাগাতার বসিয়ে দেওয়া যাবে।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, কয়েকটি স্প্যান প্রস্তুত থাকায় এবং ড্রেজিং ও আবহাওয়া অনুকূল বিবেচনায় তারা স্প্যান বসানো প্রক্রিয়া আবার শুরু করতে যাচ্ছেন। যা শিগগিরই দেখা যাবে।

পদ্মাসেতুর ৪২টি পিলারে মোট ৪১টি স্প্যান বসানো হবে।

১৫তম স্প্যান পদ্মাসেতু


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর