Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যা: অমিত সাহা ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার


১৪ অক্টোবর ২০১৯ ১৭:০৭

ঢাকা: বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইন সম্পাদক অমিত সাহাকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, আবরার হত্যায় জড়িত থাকার অভিযোগে বুয়েট শাখা ছাত্রলীগের ১১জন স্থায়ী বহিষ্কার করে ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট শাখা ছাত্রলীগের উপ আইন সম্পাদক অমিত সাহা আবরার হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের মধ্য দিয়ে ওই ঘটনার সঙ্গে সে জড়িত ছিলো।

এতে আরও বলা হয়, তার বিরুদ্ধে আনীত অভিযোগ অধিকতর তদন্তে প্রমাণিত হওয়ায় অমিত সাহাকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

অমিত সাহা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। তবে আবরার হত্যা মামলার এজাহারে অমিত সাহার নাম নেই। বুয়েটের শেরে বাংলা হলের যে কক্ষে (২০১১ নম্বর) আবরারকে পিটিয়ে হত্যা করা হয়, অমিত সেই রুমের অন্যতম বাসিন্দা।

অমিত সাহা আবরার হত্যা বুয়েট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর