Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে অ্যান্টি-র‌্যাগিং কমিটি হবে: উপাচার্য


১৪ অক্টোবর ২০১৯ ১৮:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি-র‌্যাগিং কমিটি করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার। এছাড়া নিয়মিত আবাসিক হল পরিদর্শনের জন্য ভিজিল্যান্স টিম গঠনের কথাও জানান তিনি।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

উপাচার্য শিরিণ আখতার বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীরা যাতে র‌্যাগিংয়ের শিকার না হন, কোনো ধরনের নির্যাতন যাতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য সেল গঠন করতে। এ বিষয়ে প্রথম পদক্ষেপ হিসেবে গতকালই (রোববার) একটি ভিজিল্যান্স টিম গঠন করে দিয়েছি। এটি অ্যান্টি-র‌্যাগিং কমিটি নয়। এটি শুধু হল পরিদর্শন করবে। সার্বিক বিষয় নিয়মিত তদারক করবে।’

অ্যান্টি-র‌্যাগিং কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে সুর্নিদিষ্ট নীতিমালা আছে। সেই নীতিমালার ভিত্তিতে কমিটি হবে। দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা করব।’

হলে খাবারের মান নিয়ে আলাপে উপাচার্য বলেন, ‘১৯৭৩ সালের অধ্যাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কমমূল্যে ভালোমানের খাবারের ব্যবস্থা করার কথা বলা আছে। আমি ঠিক করেছি কাউকে না বলে একেকদিন একেক হলে গিয়ে ডাইনিংয়ের খাবার খেয়ে আসব। কোথায় সমস্যা আছে সেটা দেখব। তারপর চেষ্টা করব শিক্ষার্থীদের কমমূল্যে ভালোমানের খাবার দিতে। আমার আমলে আমি চাইব না কোনো শিক্ষার্থী কষ্টে থাকুক। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত করতে চেষ্টা করছি।’

হলে আসন বরাদ্দের বিষয়ে তিনি বলেন, ‘যে হলগুলোতে বহিরাগত আছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। প্রক্টরিয়াল বডির সদস্য, প্রতিটি হলের হাউজ টিউটর, প্রভোস্ট এবং ভিজিল্যান্স টিমের সদস্যরা এই বিষয়ে ব্যবস্থা নেবেন।’

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার বিকেলে ভারপ্রাপ্ত উপাচার্য ড. শিরিণ আখতার সাতটি আবাসিক হল পরিদর্শন করেন। পরিদর্শনের পর সেখানে কোনো ‘টর্চার সেল’ পাননি বলে জানান তিনি।

অ্যান্টি-র‌্যাগিং কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর