রফতানির নামে টাকা পাচারের অভিযোগে বাংলাক্রাফটের সদস্যপদ বাতিল
১৪ অক্টোবর ২০১৯ ১৮:৩১
ঢাকা: রফতানির নামে টাকা পাচারের অভিযোগে মো. শাহজাহান বাবলু নামে একজনের সদস্যপদ বাতিল করেছে বাংলাক্রাফট।
সোমবার (১৪ অক্টোবর) বাংলাক্রাফটের সচিব মো. শাহজালাল স্বাক্ষরিত চিঠিতে সদস্যপদ বাতিলের এ খবর গণমাধ্যমে পাঠানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, মো. শাহজাহান বাবলু টেরাকোটা, টাইলস রফতানির নামে ব্যাংকের টাকা আত্মসাৎ ও পাচার করেন। এ সংক্রান্ত একটি খবর গত ১৩ সেপ্টেম্বর দেশের একটি জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়। রফতানির নামে অনৈতিক কার্যকলাপের কারণেই তার সদস্যপদ বাতিল করা হয় বলে বাংলাক্রাফটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মো. শাহজাহান বাবলু এক্সিম বাংলাদেশের স্বত্ত্বাধিকারী।