Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈধ অস্ত্র ব্যবহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা


১৪ অক্টোবর ২০১৯ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈধ অস্ত্রের ব্যবহার ও প্রদর্শনে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জননিরাপত্তা বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের নিরাপত্তায় বা সম্পত্তি রক্ষায় বৈধ অস্ত্র ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া এসব ক্ষেত্রে ব্যবহার করা হলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ২৫ (ক) অনুযায়ী, ‘কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্তে নিজে বহন অথবা ব্যবহার করতে পারবেন। তবে অন্যের বিরক্তির উদ্রেক করতে পারে এরূপ ভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।‘

বিজ্ঞাপন

যারা আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে— বলা হয় প্রজ্ঞাপনে।

টপ নিউজ বৈধ অস্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর