পরিবেশ দূষণ: সাবেক মন্ত্রী মোশাররফের হোটেলকে জরিমানা
১৪ অক্টোবর ২০১৯ ২১:৫১
চট্টগ্রাম ব্যুরো: পরিবেশ দূষণের অভিযোগে কক্সবাজারের পাঁচতারকা হোটেল সায়মন বিচ রিসোর্ট লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। হোটেলটি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের মালিকানাধীন।
সোমবার (১৪ অক্টোবর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেইন এই আদেশ দিয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে সাগরতীর ঘেঁষেই পাঁচতারকা হোটেলটির অবস্থান। পাঁচ বছর আগে পাঁচতারকা মানের হোটেলটির যাত্রা করে। চট্টগ্রামের মীরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রবীণ রাজনীতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেল হোটেলটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। তাদের পারিবারিক মালিকানায় চট্টগ্রাম ও কক্সবাজারে আরও কয়েকটি হোটেল আছে। রুহেলও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (কারিগরি) মুক্তাদির হাসান সারাবাংলাকে বলেন, ‘গত ৭ অক্টোবর আমরা হোটেলটি পরিদর্শন করি। সেখান থেকে তরল বর্জ্য নিঃসরণের মাধ্যমে পানি ও বায়ূ দূষণের প্রমাণ আমরা পেয়েছি। এরপর হোটেল কর্তৃপক্ষকে শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়। আজ (সোমবার) শুনানি শেষে তাদের ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।’
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবুল খায়ের গ্রুপের একটি প্রতিষ্ঠানকে বায়ূ দূষণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবুল খায়ের মেল্টিং লিমিটেড নামে প্রতিষ্ঠানটি টিন তৈরির জন্য লোহা গলিয়ে কাঁচামাল প্রস্তুত করে বলে জানিয়েছেন মুক্তাদির হাসান।
এছাড়া কক্সবাজার ও বান্দরবানের ৩২টি ইটভাটাকে বায়ূ দূষণের দায়ে ২৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।