Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে এনামুল বাছিরের জামিন আবেদন


১৪ অক্টোবর ২০১৯ ২২:০৫

ঢাকা: ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির ফের হাইকোর্টে জামিন আবেদন করেছেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথমবার জামিন আবেদন করলেও সেটি ফেরত নেন তার আইনজীবীরা।

এরপর ফের আরেকটি বেঞ্চে জামিন আবেদন করে তার আইনজীবী।

আগামীকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর এ মামলায় তার জামিন আবেদন ফেরত নেন আইনজীবীরা। গতকাল আরেকটি আবেদন হলফনামা করেছে তার আইনজীবী মো. নজরুল ইসলাম। যেটি আজকে আমরা পেয়েছি।

চলতি বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এরপর ২২ জুলাই দুদকের পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে একটি টিম মিরপুরের দারুস সালাম এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করে। পরের দিন জামিনের আবেদন নামঞ্জুর করে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে অবৈধভাবে সম্পদ অর্জন, কমিশনের তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করে সংস্থাটি।

এনামুল বাছির জামিন দুদক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর