Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেলে চুরির সময় দুই চোর আটক


১৫ অক্টোবর ২০১৯ ০২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন ভবনের সামনে তালা কেটে বাইসাইকেল চুরি করার সময় সাইকেলসহ দুইচোর শ্রী দিপু ও মো শাহিনকে আটক করেছে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যরা।

সোমবার (১৪ অক্টোবর) সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের সামনে বাউন্ডারি লোহার গ্রিলের সাথে তালা দিয়ে রাখা সাইকেলটি চুরি জরে নিয়ে যাওয়ার সময় তারা হাতেনাতে ধরা পড়ে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মোসলেহ উদ্দিন জানান, আটককৃত শাহিন (২৭) বংশাল  ও শ্রী দিপু (২৬) হাজারীবাগ এলাকায় থাকে। হাসপাতালে গাড়ি ও মটরসাইকেল পার্কিং স্পট থাকা সত্ত্বেও বাইসাইকেলের পার্কিং করার কোন জায়গা নেই। কেউ টাকার বিনিময় বাইসাইকেল পার্কিং স্পটে রাখতে চায় না। ঢাকা মেডিকেল হাসপাতালে প্রতিদিন বাইসাইকেল নিয়ে ৪০ থেকে ৫০জন আসে। আজ যে সাইকেল চুরি হতে যাচ্ছিল সে হাসপাতালের কর্মচারী সেলিমের।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক ) বাচ্চু মিয়া জানান, আনসার সদস্যরা আমাদের এখানে দুইচোরকে হস্তান্তর করেছে। সাইকেলসহ তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। সাইকেলের মালিক  সেলিমকেও থানায় পাঠানো হয়েছে।

চোর ঢাকা মেডিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর