আবরার হত্যা: দোষ স্বীকার করে আসামি মেহেদীর জবানবন্দি
১৫ অক্টোবর ২০১৯ ০৪:০৩
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় মেহেদী হাসান ওরফে রবিন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) আসামি মেহেদী হাসান বরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান।
সেই আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামি আনিকের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর মেহেদী হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ইতোমধ্যে মামলায় বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার (৭ অক্টোবর) ভোরে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।