Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-মেয়েকে হত্যা: প্রধান আসামি গ্রেফতার, প্রায় ৮ লাখ টাকা উদ্ধার


১৫ অক্টোবর ২০১৯ ১২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: মা ও মেয়েকে গলা কেটে হত্যা মামলায় প্রধান আসামি রাইজ উদ্দিনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। এ সময় তার কাজ থেকে নগদ ৭ লাখ ৭৭ হাজার টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় একথা জানান। তিনি বলেন, ‘রোববার রাতে অভিযান চালিয়ে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভালুককাদ্দি এলাকা থেকে মামলার প্রধান আসামি রাইজদ্দিনকে (৩৬) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চুরি যাওয়া নগদ ৭ লাখ ৭৭ হাজার টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার রাতে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভালুককাদ্দি গ্রামে মা-মেয়েকে গলা কেটে খুন করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং তাদের মেয়ে আলিফা (৪)। নিহত লাকীর বাবার বাড়ি সদর উপজেলার হুগড়া ইউনিয়নের রামনগর গ্রামে। ওই দিনই নিহত লাকির বাবা হাসমত আলী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

গলা কেটে হত্যা মা-মেয়ে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর