Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৮ ছিনতাইকারী গ্রেফতার


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২৮

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ের টাকা উদ্ধার করা হয়।

সোমবার ভোরে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-২ একটি দল। র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফিরোজ কাউছার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যায়। সেই অনুযায়ী মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় আন্তঃজেলা ট্রাক ষ্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে বাবু, সবুজ, মমিন, কালাম ওরফে বাদশা খান, সোহেল হোসেন, আব্দুর রশিদ ওরফে রুবেল, রুহুল আমিন ও কলিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ছুরি এবং ছিনতাইয়ের ২ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই চালিয়ে আসছে। এছাড়াও তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করা হচ্ছে। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/ইউজে/ এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর