Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল মিলবে বিকেলে


১৫ অক্টোবর ২০১৯ ১৪:৪৬

ঢাকা: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০) ভর্তি পরীক্ষায় ফল বিকেলে প্রকাশ করা হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার (১১ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ ভর্তি পরীক্ষা হয়।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ৬ হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। তবে সাড়ে তিন হাজার পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।

টপ নিউজ মেডিকেল ভর্তি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর